বরিশলে সেতু ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন ভোগান্তিতে মানুষ

বরিশাল-বানারীপাড়া সড়কে মালবোঝাই একটি ট্রাক বেইলি সেতু পার হতে গিয়ে সেতু ভেঙে খালে পড়ে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বরিশাল বানারীপাড়া-স্বরূপকাঠি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়ে বরিশাল, বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলার বাসিন্দারা।
মঙ্গলবার বরিশাল-বানারীপাড়া সড়কের মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেইলি সেতুতে মালবোঝাই ট্রাক পাড় হতে গিয়ে সেতুটি ভেঙে খালের মধ্য পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী রিপন মোল্লা জানান, ১০ চাকার এই ট্রাকটি বালুবোঝাই করে বরিশাল থেকে বানারীপাড়ার দিকে যাচ্ছিলো। অতিরিক্ত বোঝাই ট্রাকটি বেইলি সেতুর মাঝামাঝি স্থানে এসে পৌঁছালে সেতুটি বেঁকে ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, বরিশাল সদরের সাথে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগ স্থাপনের একমাত্র মাধ্যম মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কটি। মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর অতিগুরুত্বপূর্ণ এই সড়কের ওই স্থানে একটি সেতু ছিলো। প্রায় ১০ বছর আগে ওখানে তুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ওইসময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি সেতুটি নির্মাণ করা হয়। যা দিয়ে এতোদিন গাড়ি চলাচল করে আসছিলো। নতুন সেতু নির্মাণ না হওয়া এবং বেইলি সেতু ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বরিশাল সড়ক ও নজপথ বিভাগ জানানয়, বরিশাল-বানারীপাড়া সড়কের মাধবপাশা এলাকায়র বিকল্প বেইলি সেতু দিয়ে সড়ক যোগাযোগ চালু রাখা হয়েছিল। মালবোঝাই ট্রাকসহ সেতুটি ভেঙে পড়েছে। ওখানের মূল সেতুটি অনেক আগেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। ঝুকিপূর্ণ হওয়ায় সেই সেতুটি অপসারণ করে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সেতুর জন্য প্রকল্প দিলেও তা এতে দিনে অনুমোদন হয়নি। জাইকার অর্থায়নে ওখানে নতুন সেতু নির্মাণ হবে।
সড়ক ও জনপথ বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, ১০ চাকার অতিরিক্ত বোঝাই বেইলি সেতু দিয়ে পার হতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। আমরা চার-পাঁচ দিনের মধ্যে বেইলি সেতুটি নির্মাণ করে দেবো। ততদিন সাধারণ মানুষের একটু কষ্ট হবে।