২৫ জুন মঙ্গলবার সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ইয়ুথ এনগেজমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রামের সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ শহীদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার, রাম চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান, রাহাত হোসেন ফয়সাল।
বেলুন উরিয়ে ইয়ুথ এনগেজমেন্ট প্রোগ্রাম এর উদ্ভোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
প্রোগ্রামটি তিন পর্বে সাজানো হয়। উদ্ভোধনি পর্ব, মূল পর্ব, সমাপনী পর্ব।
পবিত্র কোর আন তিলওয়াত এর মাধ্যমে উদ্ভোধনি পর্বের শুরু করা হয়। এরপর হয় গীতা পাঠ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস আরো বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ দাস,পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার)। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান, রাহাত হোসেন ফয়সাল।
ইয়ুথ এনগেজমেন্ট প্রোগ্রাম এ অংশ গ্রহন করেন, ইয়ুথ চেঞ্জ মেকার বরিশাল, এসএনডিসি বরিশাল, শী পাওয়ার বরিশাল, বরিশাল ইয়ুথ সোসাইটি, বরিশালে বিশ্ববিদ্যালয় সহ আরো অনেকে।
অনুষ্ঠানের মূল পর্বে মুক্ত আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন মাসুদ রানা, বিশিষ্ট ফ্রিল্যান্সার। তিনি বলেন বাংলাদেশ সরকারের উচিত ফ্রিল্যান্সার দের আরো প্রচার প্রসার করা।
ইয়ুথ চেইঞ্জ মেকার এর টিম লিডার জান্নাতুল ফেরদাউস রুমা বলেন, ইয়ুথ এনগেজমেন্ট প্রোগ্রাম বরিশাল জেলা প্রশাসনের একটি চমৎকার উদ্যোগ। এই উদ্যোগের ফলে বরিশালের ইয়ুথরা আরো অনেক বেশি জানতে ও শিখতে পারবে। এসএনডিসি বরিশালের সভাপতি তানজিল ইসলাম শুভ বলেন, বিজনেস প্রসেস আউটসোর্সিং একটা নতুন আইডিয়া, এই আইডিয়া কাজে লাগিয়ে ইয়ুথরা নিজেদের ভাল ভাবে গড়তে পারবে। এরপরে সমাপনী পর্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ জি কবির ভুলু। তিনি মুক্তিযুদ্ধের পঠভুমি নিয়ে কথা বলেন।
সমাপনী বক্তব্য রাখেন আজকের প্রোগ্রামের সভাপতি বরিশালের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ শহীদুল ইসলাম। অনুস্ঠানের শেষ পর্যায় প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি পতিকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।