বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মশালা

বরিশালে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাশীপুর ফিশারী রোডের মৎস্য উৎপাদন খামারের হলরুমে আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই কর্মশালার আয়োজন করে।
বুধবার দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকার খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক এ কে এম মনিরুল আলম।
বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিউদ্দিন, আঞ্চলিক ধান গবেষণা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক মো. জসিম উদ্দিন।
বরিশাল অঞ্চলের কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭৫ জন কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।