বরিশালে কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ ওয়ার্কার্স পার্টির

বরিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের অভিযোগ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশার জেলা কমিটি। তারা কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের নির্বাচনে জনগণের আকাঙ্খা ভূলুণ্ঠিত হয়েছে এমন দাবি করেছে।
রাতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি এক বিবৃতিতে ওই অভিযোগ করেন।
বিবৃতিতে ওয়ার্কার্স পাটি বলেছে, ২১ জুন ২০২১ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জের কেদারপুর ও দেহেরগতি ইউনিয়ন এ নৌকা মার্কার প্রার্থীদ্বয় বহিরাগত সন্ত্রাসী দ্বারা কেন্দ্র দখল করে ভোটারদের কাছ থেকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ছিনিয়ে নিয়ে নিজেরা সিল মেরে ব্যালট বাক্স পূর্ণ করেছে। পাশাপাশি বহিরাগত লোক দ্বারা জাল ভোট প্রদান করেছে। উল্লিখিত দুই ইউনিয়নের ওয়ার্কাস পার্টির প্রার্থী রাকিবুল হাসান রনি এবং জামাল উদ্দিনের এজেন্টদেরকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। প্রশাসনের লোকজন এবং নির্বাচনী কর্মকর্তাদের উপস্থিতিতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। প্রার্থীদের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অভিযোগ করলেও তারা কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।
বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির নেতারা দাবি করেন, কেন্দ্র দখল ও ভোটারদেরকে ভোট দিতে না দিয়ে সরকারি দলের এহেন ন্যাক্কারজনক ও গণতন্ত্রবিরোধী কাজ পুনর্বার নির্বাচনের প্রতি জনগণের অনাস্থা আরো বাড়িয়ে তুলবে। স্থানীয় ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ শূন্যের কোঠায় নিয়ে যাবে।