বরিশালে ছাত্রদলের বিক্ষোভ

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসানের নেতৃত্বে রবিবার দুপুরে নগরীর সদর রোডের বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি কিছু দূর অগ্রসর হওয়ার পর পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার কারণে মিছিল করতে পারেনি তারা। অপরদিকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ির নেতৃত্বে প্রায় একই সময়ে বিএম কলেজ রোডে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।