বরিশালে জাতীয় গ্রন্থাগার দিবস

‘পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান নিয়ে বরিশালে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার ০৫ ফেব্রুয়ারী সকালে নগরীর বিএম কলেজ রোডের বিভাগীয় সরকারী গ্রন্থাগার চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বিএম কলেজ চত্বর প্রদক্ষিণ করে ফের শুরুর স্থলে গিয়ে শেষ হয়।
পরে গ্রন্থাগারের হল রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
দিবসের কর্মসূচীতে ’অসমাপ্ত আত্মজীবনী’ ও ’কারাগারের রোজনামচা’ বই নিয়ে বই পাঠ প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে কুইজ সহ নানা প্রতিযোগীতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।