বরিশালে বাস চাপায় নারীসহ প্রাণ গেল ৪ জনের

বরিশালে বাস চাপায় নারীসহ প্রাণ গেল ৪ জনের

ঢাকা বরিশাল মহাসড়কে বিআরটিসি বাসের চাপায় চার অটো যাত্রী নিহত হয়েছে। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন বাকেরগঞ্জ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের ৬০ বছরের আমির চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ডের ২৫ বছরের মো. হাসিব ও ইজিবাইকচালক ২৪ বছরের মো. সোহাগ। নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বরিশালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬

স্থানীয় এক সংবাদকর্মী মো. পলাশ বলেন, 'কুয়াকাটা থেকে আসা বিআরটিসি একটি বাস ব্যাটারি চালিত একটি অটোকে চাপা দিয়েছে। এ সময় অটোর মধ্যে থাকা সাত জন যাত্রীর দুইজন ঘটনা স্থলে মারা গেছে। বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এছাড়া এ ঘটনায় আহত বাকি তিনজন হাসপাতালে ভর্তি আছে।'

বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ আলাউদ্দিন বলেন, 'বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে একটি সড়ক দুর্ঘটনায় একজন মহিলা এবং তিনজন পুরুষ নিহত হয়েছেন। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ওই বাসটিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।'#