বরিশালে মহিলা পরিষদের কর্মীসভা অনুষ্ঠিত

বরিশালে মহিলা পরিষদের কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার নিজস্ব কর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নগরীর শ্রীনাথ চ্যাটার্জী লেনে বাংলাদেশ মহিলা পরিষদ কার্যালয়ে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সহসভাপতি জাহান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার প্রচার সম্পাদক পাপিয়া জেসমিন, সদস্য প্লাবনী ইয়াসমিন ও সংগঠকৃন্দ। কর্মী সভায় বিভিন্ন পাড়া কমিটির কর্মী সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।