বরিশালে ‘আর ওয়ান ফাইভ’ মোটর সাইকেল নিয়ে লাপাত্তা প্রতারক

চালিয়ে পরীক্ষা করার কথা বলে আর ওয়ান ফাইভ নামে একটি দামী মোটর সাইকেল নিয়ে পালিয়ে গেছে এক প্রতারক। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর (৭টা ২৫ মিনিট) বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের আমতলা পানি ট্যাংকি এলাকায় সিনেমার কায়দায় এই ঘটনা ঘটে। খোয়া যাওয়া নীল রংয়ের আর ওয়ান ফাইভ মোটর সাইকেলটির (রেজি: নং ঢাকা মেট্রো ল-৪৪-৩৪৭০) নতুন মূল্য ৪ লাখ ৮৫ হাজার। গত ৬ মাস আগে কেনা মোটর সাইকেলটির বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
ভূক্তভোগীর নাম মো. বাহাদুর হোসেন (২০)। তিনি ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আলম হাওলাদারের ছেলে। মোটর সাইকেলটির প্রকৃত মালিক বাহাদুরের চাচাতো ভাই গোলাম রাব্বী বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) একজন জওয়ান।
বাহাদুর জানান, তিনি (বাহাদুর) নিজেই চাচাতো ভাইয়ের মোটর সাইকেলটি ব্যবহার করতেন। কয়েক দিন আগে চাচাতো ভাই মোটর সাইকেলটি বিক্রি করে দেয়ার কথা বলেন। এর প্রেক্ষিতে বাহাদুর তার নিজের ফেসবুক আইডি’তে (Abrar Ahmed Bahadur) মোটর সাইকেলের ছবি সহ একটি পোস্ট দেয়। একটি আইডি (Tarikul Islam) থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোটর সাইকেলটি কেনার আগ্রহ প্রকাশ করে। সে অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি তার মুঠোফোন (০১৬২৫২৬৪৫২৯) থেকে বাহাদুরের মুঠোফোনে যোগাযোগ করে বুধবার (১৭ মার্চ) সন্ধ্যার পর নগরীর আমতলা পানির ট্যাংকি এলাকায় মোটর সাইকেল দেখার সময় নির্ধারন করে।
আমতলায় মুখোমুখি হওয়ার পর ওইদিন ৭টা ২৫ মিনিটের দিকে ওই যুবক (২১) বাহাদুরের মোটর সাইকেল চালিয়ে পরীক্ষা করে দেখার কথা বলে মোটর সাইকেল স্টার্ট দিয়ে মুহূর্তের মধ্যে নগরীর নথুল্লাবাদের দিকে পালিয়ে যায়। এতে হতচকিত বনে যাওয়া বাহুদুর নথুল্লাবাদ সহ বিভিন্ন স্থানে খুঁজেও মোটর সাইকেলের কোন সন্ধান করতে না পেরে ওইদিন রাতেই কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খোয়া যাওয়া মোটর সাইকেলটির কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাহাদুর।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থল এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত প্রতারককে গ্রেফতারের চেস্টা চলছে। অচিরেই তাকে গ্রেফতার করে মোটর সাইকেল উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করেন ওসি।ৗ