বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন ২০২৫-২৬ সেশনের ৪২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান, এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ সদরের সাব রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দীন আব্দুল্লাহ।

শনিবার সংগঠনের নিজ কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জের জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জয়পুরহাটের, চাঁপাইনবাবগঞ্জের, নড়াইলের, নরসিংদীর, যশোরের, কুমিল্লার এবং গাজীপুরের জেলা রেজিস্ট্রাররা।

সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ অন্যান্য বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা।