বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও জনগণের প্রত্যাশা নিয়ে ড. মুহাম্মদ ইউনূসকে খোলা চিঠি

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি খোলা চিঠি দিয়েছেন, যেখানে দেশের বর্তমান পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থান নিয়ে আলোচনা করেছেন।
৬ জানুয়ারি এই চিঠিটি প্রদান করেন মুহাম্মদ সাইদুর রহমান। চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা। ২০০০-এর বেশি ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে এক দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসনের অবসান ঘটেছে। চিঠিতে প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে জানানো হয়, জুলাই-আগস্টের অভ্যুত্থানে আত্মত্যাগকারী ছাত্র-জনতার মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদমুক্ত একটি দেশ গঠন করা।
চিঠিতে বলা হয়, এখনও অনেক ক্ষেত্রে পতিত স্বৈরশাসকের দোসরদের মূলোৎপাটন করা হয়নি এবং অভ্যুত্থানের পরাজিত শক্তির পুনর্বাসনের চেষ্টা চলছে, যা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর বিভেদ বাড়িয়ে দিচ্ছে।
মুহাম্মদ সাইদুর রহমান চিঠিতে প্রধান উপদেষ্টা’র নেতৃত্বাধীন সরকারের অরক্ষিত অবস্থার দিকে ইঙ্গিত করে বলেন, সাম্প্রতিক নানা ছোট-বড় ঘটনা যেমন জুডিশিয়াল ক্যু, আনসার বিদ্রোহ, ইসকন বিদ্রোহ এবং সচিবালয়ের অগ্নিকাণ্ডের মতো বিষয়গুলো অভ্যুত্থানবিরোধী ষড়যন্ত্রের অংশ।
তিনি চিঠিতে কয়েকটি প্রস্তাব দেন, যার মধ্যে রয়েছে ফ্যাসিবাদবিরোধী ঐক্যমত প্রতিষ্ঠা, পতিত শক্তিকে রাজনৈতিক পুনর্বাসন থেকে বিরত রাখা এবং শুদ্ধ বিচার নিশ্চিত করা। পাশাপাশি, জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করতে ভোটাধিকার প্রাতিষ্ঠানিক করা এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়।