জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহেরের বক্তব্য

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের জানিয়েছেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনও বিরোধ নেই এবং তারা সকল রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।
তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে স্বাগত জানাই। আমরা সকল রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গড়তে চাই। ডা. তাহের আরও জানান, দীর্ঘ ২০ বছর বিএনপির সাথে আন্দোলনে অংশ নিয়েছি এবং শুধু রাষ্ট্রের সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার প্রয়োজন।
শনিবার চাঁদপুরের শাহরাস্তিতে নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে ডা. তাহের এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামিকে একবার ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হলে দেশ নিরাপদ থাকবে এবং অমুসলিমদেরও নিরাপত্তা নিশ্চিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফা কামাল এবং সঞ্চালনায় ছিলেন পৌর আমির জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক জেলা আমির মাওলানা আ. রহিম পাটোয়ারী, জেলা নায়েবে আমির এড. মাসুদুল ইসলাম বুলবুল প্রমুখ।