বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

সাভার সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেয়ার পরে গুলশানের বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
আজ সোমবার দুপুর ২টায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, বিএনপি মহাসচিব বাসায় পৌঁছেছেন এবং তিনি সুস্থ আছেন, ভালো আছেন।
এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীর ভিড়ে শ্রদ্ধা নিবেদনের পর এক পর্যায়ে বিএনপি মহাসচিব অসুস্থ হয়ে পড়েন এবং তিনি বসে পড়েন।
এ সময় পাশে থাকা দলের নেতা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন দ্রুত তাকে সিএমএইচএ নিয়ে যান।