মঠবাড়িয়ায় এসে পৌঁছাল সাড়ে ৮ হাজার ডোজ টিকা

মঠবাড়িয়ায় এসে পৌঁছাল সাড়ে ৮ হাজার ডোজ টিকা

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথম ধাপে বরাদ্দকৃত ভ্যাকসিন প্রয়োগের জন্য ৮ হাজার ৫'শত ডোজ করোনার টিকা এসে পৌঁছায়েছে।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা নাগাদ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বিশেষায়িত গাড়িতে করে এই টিকা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলি হাসান ও সহকারী কমিশনার ভূমি আকাশ কুমার কুন্ডু এ টিকা গ্রহণ করেন। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোঃ আলী হাসান জানান, আগামী ৭ ফেব্রুয়ারী ১৫টি ক্যাটাগড়িতে আনুষ্ঠানিক ভাবে মানবদেহে এ প্রতিষেধক টিকা প্রয়োগ করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী,মুক্তিযোদ্ধা,প্রবীণ,জনপ্রতিনিধি,সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা টিকা পাবে। টিকা পেতে আগ্রহীদেরকে অবশ্যই সুরক্ষা অ্যাপ’স এর মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে।