মুঠোফোন ও ইন্টারনেট সেবায় ভ্যাট না কমালে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের নেতারা মুঠোফোন ও ইন্টারনেট সেবায় নতুন ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তারা বলেন, নতুন এই ভ্যাট প্রত্যাহার না করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয় ঘেরাও করবেন।
রোববার (১২ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন প্রযুক্তি ও ব্যবসায়িক সংগঠনের নেতারা নতুন কর আরোপের বিরুদ্ধে মত প্রকাশ করেন এবং এর ফলে গ্রাহকদের ভোগান্তি বৃদ্ধি ও সেবাক্ষেত্রে সংকট সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন।
আইএসপিএবি, বেসিস, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামসহ অন্যান্য সংগঠন এই কর্মসূচিতে যোগ দেয়। তারা বলেন, নতুন কর আরোপের ফলে ছোট ব্যবসায়ীরা এবং প্রযুক্তি খাতের নতুন উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন। এতে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা বাড়বে, যা নতুন বৈষম্য সৃষ্টি করবে।
সম্মিলিত বক্তব্যে বলা হয়, এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর কর্মসূচিতে যাবে গ্রাহক ও সেবা খাতের সবাই। মানববন্ধন শেষে নেতারা দাবি করেন, সরকারের এই সিদ্ধান্ত সাধারণ জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং আলোচনার মাধ্যমে পরিবর্তন প্রয়োজন।