লালসবুজের পরিবেশবান্ধব ভ্রমণ বিষয়ে সেমিনার
সাগরকন্যা কুয়াকাটায় মাসব্যাপী পরিবেশবান্ধব ভ্রমণ বিষয়ে মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে কুয়াকাটার দর্শনীয় স্থানসমূহে প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে শিক্ষার্থীদের করনীয় নিয়ে আলোচনা হয়। এছাড়া পরিবেশ রক্ষা বিষয়ে কুইজ ও উপস্থিত বক্ততায় বিজয়ী ১২ জনকে পুরষ্কৃত করা হয়। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন করে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি।
সেমিনারে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। টানা ২ ঘন্টার সেশনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো প্রাণবন্ত।
৭ম শ্রেণির ইসরাত জাহান অনন্যা বলেন, ‘আজকে আমরা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। আমাদের কুয়াকাটাকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এখন থেকে আমি ও আমার বন্ধুরা আমাদের সাগরকে রক্ষা করতে আরো বেশী কাজ করবো।’
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, ‘তরুণদের এমন উদ্যোগে আমাদের পর্যটকরা আরো বেশী সচেতন হবেন।’
ইয়ূথ ইন একশন: ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম (কুয়াকাটা) নামের মাসব্যাপী এ কর্মযজ্ঞে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও টুরিস্ট পুলিশ।