সাকিবদের দ্বিতীয় হার

বৃষ্টির কারণে দলপ্রতি ম্যাচ নেমে এলো ৬ ওভারে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সেই ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২২ রানে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই নিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয় দেখলেন সাকিব আল হাসানরা।
মঙ্গলবার বিকেএসপির ৪ নম্বর মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে দোলেশ্বরের দেওয়া ৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ৫৬ রান করতে পারে মোহামেডান। দলীয় সর্বোচ্চ রানেই ইনিংসটি এসেছে সাকিবের ব্যাট থেকে। তার ১৪ বলে ২২ রানের ইনিংসটি সাজানো ছিল ২ চার ও ১ ছয়ে।
দোলেশ্বরের হয়ে ২ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন শফিউল ইসলাম। বাকি উইকেটটি নিয়েছেন রেজাউর রহমান রাজা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ইমরান উজ্জামান ও শামীম হোসেনের ঝড়ে ৪ উইকেটে ৭৮ রানের ভালো সংগ্রহ পায় দোলেশ্বর। ইমরান ১৪ বলে ২ চার ও ৫ ছয়ে করেন ৪১ রান। শামীম ১৬ বলে ১ চার ও ২ ছয়ে ২৯ রানে অপরাজিত থাকেন।
মোহামেডানের হয়ে ১ ওভারে ৪ রান দিয়ে ২ উইকেট নেন আবু জায়েদ রাহী। বাকি উইকেট দুটি ভাগাভাগি করেছেন সাকিব ও রুবেল মিয়া।
ডিপিএলের তালিকায় ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল দোলেশ্বর। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে মোহামেডান।