সাকিবের ৬ হাজার রানের মাইলফলক

সাকিবের ৬ হাজার রানের মাইলফলক
তীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক গড়লেন সাকিব আল হাসান। সোমবার টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাইলফলক গড়নে সাকিব। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে যে কৃতিত্ব গড়েছিলেন তামিম ইকবাল। মাইলফলক থেকে মাত্র ২৩ রান দূরে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটি খেলতে নেমেছিলেন সাকিব। এবারের আসরটি এখন পর্যন্ত দারুণ কাটছে তার। আগের চার ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে যায়। বাকি তিন ম্যাচের দুটিতে হাফ সেঞ্চুরি ও একটিতে সেঞ্চুরি করেন সাকিব। ৮৬.৬৬ গড়ে ২৬০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন মোট ৩ উইকেট। এ ম্যাচে নিয়েছেন আরো ২ উইকেট। এরপর ব্যাট হাতে গড়লেন মাইলফলক। নিজের ২০২তম ওয়ানডেতে এই কৃতিত্ব গড়লেন সাকিব। আগের ২০১ ম্যাচে ৮টি সেঞ্চুরির সঙ্গে ৪৪টি ফিফটি রয়েছে সাকিবের। ৬ হাজার রান পূরণ হতেই এদিন পুরো গ্যালারির দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদন জানায় সাকিবকে। ব্যাট উঁচু করে দর্শকদের সেই অভিবাদনের জবাব দেন সাকিব।