৩ আইনজীবীকে সন্মাননা প্রদান

৩ আইনজীবীকে সন্মাননা প্রদান
‘বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবা দান’ শ্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা ও সম্মাননা ক্রেট প্রদানসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আইনগত সহায়তা দিবস পালন করা হয়। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় জেলা জজ আদালত চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএ হামিদ। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. খায়রুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিচারক, আইনজীবী, জেলা ও মেট্রোপলিটন পুলিশ, কারারক্ষী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজসেবা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন্বয়ে আদালত চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএ হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানা মো. মাহ্রুফ হোসাইন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামানিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ তালুকদার মো. ইউনুস, শেখ মো. টিপু সুলতান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু এবং সম্পাদক ফিরোজ মাহমুদ খান। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সদস্য, পিপি, প্যানেল আইনজীবী ও লিগ্যাল এইড কমিটির সদস্য অংশগ্রহন করেন। আলোচনা সভায় এ বছর শ্রেষ্ঠ আইনজীবী হিসেবে অ্যাডভোকেট বাসুদেব কুমার (দেওয়ানী), অ্যাডভোকেট শেখ হুমাউন কবির মাসউদ (ফেজৈদারী) এবং অ্যাডভোকেট কামরুন্নাহার তনুকে (উদীয়মান) সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ। এবার মামলার পূর্ববর্তী আপোষ-মিমাংশা, বিকল্প পদ্বতিতে বিচারাধীন মামলার বিরোধ নিস্পত্তি, বিনামূল্যে আইনী পরামর্শ প্রদান ও সরকারী আইনী সেবা কার্যক্রম বেগবান করা এবং বার্ষিক কর্ম সম্পাদনে বরিশাল জেলা লিগ্যাল এইড অফিস সারা দেশের মধ্যে ‘শ্রেষ্ঠ লিগ্যাল এইড অফিস’ নির্বাচিত হয়েছে বলে সভায় জানানো হয়। ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলের বল রুমে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বরিশালের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। এদিকে দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি আদালত প্রাঙ্গণে এক আইনী সেবা মেলার আয়োজন করেছে। মেলায় রক্তদান কর্মসূচি, আইনী সহায়তা ও স্বাস্থ্য সেবাসহ ১৪টি ষ্টল অংশ নিয়েছে।