আদিবাসীদের ভূমি দখল করে হোটেল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ বরিশালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ

আদিবাসীদের ভূমি দখল করে হোটেল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ বরিশালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ

বান্দরবানের চিম্বুক পাহাড়ে আদিবাসীদের ভূমি দখল করে হোটেল নির্মাণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
 রবিবার সকাল সাড়ে ১০টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাস আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-কাবেরী জয়, মহানগর ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ এবং দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম। 

বক্তারা বান্দরবানের চিম্বুক পাহাড়ে আদিবাসীদের ভূমি দখল করে হোটেল নির্মাণের প্রতিবাদ জানান। তারা যে কোন মূল্যে আদিবাসীদের ভূমি দখল প্রতিহত করার ঘোষণা দেন।