এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি বরিশালে

আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা পিছিয়ে দেওয়া অথবা ৫০ নম্বরের পরীক্ষা গ্রহণের দাবিতে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সরকারি বরিশাল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, আলেকান্দা সরকারি কলেজ ও সিটি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থী শওকত হোসেন রিমন, নাভিদ আহমেদ, মো. তামিম ও মো.সজিবসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ২০২১-২০২২ শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা আড়াই বছর প্রস্তুতি নিয়ে ৫০ নম্বরের পরীক্ষা দিয়েছে। ২০২২-২০২৩ ব্যাাচের শিক্ষার্থীরা প্রস্তুতিতে সময় পেয়েছে দেড় বছর। অথচ তাদের ১০০ নম্বরের পরীক্ষার আয়োজন করেছে কর্তৃপক্ষ। তারা এই বৈষম্য দূর করে আরও প্রস্তুতির জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া অথবা ৫০ নম্বরের পরীক্ষা গ্রহণের দাবি জানান। মানববন্ধন চলকালে মুশলধারে বৃষ্টি শুরু হলে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়েন এবং দাবির স্বপক্ষে নানা শ্লোগান দেন।