এবার রাশিয়ায় ডলার সরবরাহ বন্ধ

এবার রাশিয়ায় ডলার সরবরাহ বন্ধ

ইউক্রেনে সামরিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকে সম্প্রতি তেল, গ্যাস আমদানি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এবার রাশিয়ায় ডলার সরবরাহ বন্ধ করেছে দেশটি।

শুক্রবার যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নেয় বলে আরটির খবরে জানানো হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ায় ডলার বিক্রি বা সরবরাহ করতে পারবে না। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মূল্যমানের ব্যাংক নোট রাশিয়ার সরকার বা দেশটির অন্য কোনো ব্যক্তির কাছে পাঠানো যাবে না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রুশ আর্থিক ব্যবস্থা ভেঙে দেয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। হামলার পরপরই রাশিয়ার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

এর আগে গত ২ মার্চ রাশিয়ায় ইউরো ব্যাংক নোট আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন, তবে সে নিষেধাজ্ঞা থেকে রেহাই দেয়া হয় কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থায় কর্মরতসহ আইনিভাবে ছাড় পাওয়া ব্যক্তিদের।