দেশ খাদ্য সংকটের ঝুঁকিতে

দেশ খাদ্য সংকটের ঝুঁকিতে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘সরকারের সার্বিক ব্যর্থতায় জনগণের ক্রয়ক্ষমতা এমন এক পর্যায়ে নেমে গেছে, যা মানুষকে খাদ্য সংকট ও অনাহারের ঝুঁকিতে ফেলছে। এটি দেশের সার্বিক খারাপ অবস্থার খণ্ডচিত্র মাত্র।’

বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে আ স ম রব বলেন, ‘প্রায় প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অপরিণামদর্শী অপকৌশল জনগণকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।’

সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় ৬ দফা দাবিও উত্থাপন করেন জেএসডি সভাপতি। সেগুলো হলো-

১) সব ধরনের সিন্ডিকেট ও দুর্বৃত্তের লুটপাট ও কারসাজি বন্ধ করা;

২) ভোজ্য তেলসহ খাদ্যসামগ্রীর মূল্য ক্রয়ক্ষমতার নিরিখে নির্ধারণ ও বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা;

৩) কৃষিপণ্য উৎপাদনে বিদ্যুৎ সার কীটনাশকে পর্যাপ্ত ভর্তুকি ও প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা;

৪)  নিরন্ন, অসহায় ও বিপর্যস্ত কয়েক কোটি মানুষের জীবন সুরক্ষায় রেশনিং ব্যবস্থা চালু করা;

৫) কর্মক্ষম বিশালসংখ্যক যুবক ও বেকারের কর্মসংস্থানের প্রয়োজনে উপজেলা শিল্পাঞ্চল চালু করা; এবং

৬) আপৎকালীন ও সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় ‘খাদ্য নিরাপত্তা’ ব্যবস্থা করা।’


পিআর/বিপি