ফরচুন বরিশালের শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন জায়েদ খান

ফরচুন বরিশালের শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন জায়েদ খান

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৪ নভেম্বর। লিগের অন্যতম দল ফরচুন বরিশালের শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন জায়েদ খান।

এর আগে দলটির থিম সং-এ কণ্ঠ দিয়ে আলোচনায় আসেন এ চিত্রনায়ক।

প্রতীক হাসানের সঙ্গে ফরচুন বরিশালের জন্য ‘মুই বরিশাইল্লা’ গানে কণ্ঠ দেন তিনি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ফরচুন বরিশালের লোগো, জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। সেখানে জায়েদ খানকে শুভেচ্ছাদূত ঘোষণা করা হয়।

জায়েদ খান বলেন, এর আগে কোনো নায়ক ক্রিকেট দলের শুভেচ্ছাদূত হয়েছে কি-না আমার জানা নেই। তবে আমি খুব গর্বিত অনুভব করছি। ফরচুন বরিশালের থিম সং-এ ভিডিওতে আমি অংশ নেব। পাশাপাশি দলের খেলার দিন মাঠে থাকবো। বিভিন্ন কনফারেন্স ও প্রচারণায় অংশ নেব।

আরও বলেন, আমি ক্রিকেট দলের অংশ হওয়ায় চলচ্চিত্রের জন্যও সম্মান বয়ে আনবে। আমি নিজেও সম্মানিত বোধ করছি। নিজেকে ভাগ্যবান মনে করছি।


ভোরের আলো/ভিঅ/১৫/২০২০