বরিশালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একক এজেন্সি বাতিলের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের সবচেয়ে বহু প্রকাশিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরিশালের একক এজেন্সি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যরা ।
গত মঙ্গলবার (১১ আগস্ট ) সকাল ৮টার দিকে নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে সামনে বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে । এসময় নগরীর তিনটি এজেন্সির মাধ্যমে আর তা না হলে হকার্স ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি বিক্রি ও একক এজেন্সি বাতিলের জোর দাবি জানিয়েছেন সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে উপস্থিত থেকে বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার বলেন, বাংলাদেশ প্রতিদিন প্রকাশের পর থেকেই আমরা এ পত্রিকাটি বিক্রি করে আসছিলাম। বরিশাল নগরীর তিনটি এজেন্সির মাধ্যমে বিক্রি হচ্ছিল পত্রিকাটি। কিন্তু বর্তমানেপত্রিকাটি একটি এজেন্সির মাধ্যমে এ বিক্রি করা হচ্ছে । যার ফলে হকাররা চাহিদামত পত্রিকাটি বিক্রি করতে পারছে না। এনিয়ে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাজাহারুল ইসলাম বাদল বলেন, বাংলাদেশ প্রতিদিন প্রকাশের পর থেকে কোন হকার এক কপি সৌজন্য পত্রিকা পাননি। প্রতি বছর পত্রিকা হকার্স ইউনিয়নের সকল সদস্য মিলে আনন্দ ভ্রমণ করেন, সেখানেও সাহায্য সহযোগিতা করেনি পত্রিকা কর্তৃপক্ষ। এই মহামারি করোনার মধ্যে পত্রিকার হকাররা ভীষণ সমস্যায় আছেন। অনেকের বাসা ভাড়া চার থেকে পাঁচ মাস বকেয়া পড়েছে। বাংলাদেশ প্রতিদিন ঢাকার হকারদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। অথচ আমরা তা থেকে বঞ্চিত হয়েছি। তিনি আরো বলেন, প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিয়ার রহমান বলেছেন, করোনা উপলক্ষে আমি হকারদের জন্য পাঁচ শতাংশ কমিশন বৃদ্ধি করেছি। কিন্তু আমরা হকাররা কমিশন তো দূরের কথা, কোন পত্রিকার মালিকের কাছ থেকে কোন সহযোগিতা পাইনি।
তাই মানববন্ধনের মাধ্যমে আগামী তিন দিনের মধ্যে একক এজেন্সি বাতিল করে পূর্বের ন্যায় বরিশাল নগরীর তিনটি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি বিলি ও বিক্রি করার জোর দাবি জানাচ্ছি।