বরিশালে মা-মেয়েকে কোপানোর দায়ে এক দম্পতির কারাদন্ড

বরিশালে মা মেয়েকে কোপানোর দায়ে এক দম্পতিকে কারাদন্ড দিয়েছে আদালত। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মা ও মেয়েকে কুপিয়ে পিটিয়ে জখম করার অভিযাগে দায়ের করা মামলায় ওই রায় দেয় আদালত।
গত সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে চরভোলানাথ এলাকার বাসিন্দা মিজানুর রহমানকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড এবং তার স্ত্রী দেলোয়ারা ইয়াসমিনকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের সশ্রম কারাদন্ড দেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৯ এপ্রিল জমি নিয়ে বিরোধের জের ধরে চরভোলানাথ এলাকায় প্রতিবেশী নুরজাহান বেগমকে কুপিয়ে জখম করে মিজানুর রহমান। এ সময় তার ডাক চিৎকারে মেয়ে সুমি বেগম এগিয়ে এলে দেলোয়ারা ইয়াসমিন তাকে এলোপাথারী কুপিয়ে-পিটিয়ে আহত করে। এ ঘটনায় ওইদিনই মেহেন্দিগঞ্জ থানায় আহতের ছেলে রুবেল গাজী পরিবারের ৩ সদস্যকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। একই বছর ৯ জুলাই স্বামী ও স্ত্রীকে অভিযুক্ত করে এবং তাদের মেয়ে এলিনা বেগমকে অব্যাহতির সুপারিশ করে আদালতে এই মামলার অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াকুব আলী। পরে আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করে।