বরিশালে মুখে কালো কাপড় বেঁধে বিএনপির মৌনমিছিল
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বরিশালে মুখে কালো কাপড় বেঁধে পৃথক মৌনমিছিল করেছে বিএনপি।
দিবসটি পালন উপলক্ষ্যে আজ বুধবার দুপুর ১২ টায় মহানগর ও উত্তর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।
বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদার,যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, ও মহিলাদল, যুবদল,স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ। এছাড়া বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ,সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম লাবু, জিয়া উদ্দিন সুজন,বরিশাল উত্তর জেলা যুবদল সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ সহ অন্যরা।
সমাবেশ শেষে একটি মৌনমিছিল নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার হয়ে দলীয় কার্যালয় এসে শেষ হয়।
এদিকে সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন সদর রোডে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিনের সভাপতিত্বে প্রতিরোধ সভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু,যুগ্ম আলহাজ্ব আহবায়ক জিয়াউল হাসান সাবু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মন্টু খান, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি এ্যাড. তছলিম উদ্দিন, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, সহ-সভাপতি নুরুল ইসলাম নাহিদ,যুগ্ম সম্পাদক নুরুল আমিন কায়েস।
মিছিল পূর্ব সমাবেশ বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীকে গুম হয়েছে। যারা সরকারের বিরুদ্ধে কথা বলেছেন মুখ খুলেছেন তারাই গুম, খুনের শিকার হয়েছেন। এই সরকারের বিরুদ্ধে গন আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশ শেষে একটি মিছল নগরীর প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মিছিলকে কেন্দ্র করে সকাল থেকে বরিশালসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে দলীয় কার্যালয়ের সামনে জড় হতে থাকে।
বিএনপির মৌন মিছিলকে ঘিরে নগরীর সদর রোড ও এর আশপাশের এলাকায় মোতায়েন ছিলো অতিরিক্ত পুলিশ।
##