বরিশাল নগরের সাগরদী ব্রীজ সম্প্রসারণ করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ বিসিসির

বরিশাল নগরের সাগরদী ব্রীজ সম্প্রসারণ করতে সরকারীখাল দখল করে নির্মিত অবৈধ ৩টি স্থাপনা ভেঙ্গে দিয়েছে সিটি করপোরেশন। একই সাথে সংলগ্ন প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের পুরনো অব্যহত দেয়ালের অংশ বিশেষও ভেঙ্গে ফেলেন তারা।
জনগনের চলাচলের স্বার্থে দখলমুক্ত করা জমিতে ব্রীজের পাশে সড়ক ও জনপথ বিভাগ ১৬ ফুট প্রশস্ত একটি বেইলী ব্রীজ নির্মান করবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
গত ৪ দশক আগে সাগরদী খালের উপর সাগরদী বাজার পয়েন্টে নির্মিত সেতুটি বর্তমান সময়ের যানবাহনের চাপ সামলাতে পারছে না। এ কারনে ব্যস্ততম সাগরদী পয়েন্টে দিনরাত জানজট নিত্যনৈমত্তিক। বহু আগে থেকে সাগরদী ব্রিজ সম্পসারনের দাবী উঠলেও অতীতের মেয়ররা এ বিষয়ে কার্যকর কোন ব্যবস্থা নিতে পারেনি। ব্রীজের পাশে সরকারী খালের জমি দখল করে নির্মিত স্থাপনা অপসারন করে দিলে সড়ক বিভাগ সেখানে একটি বিকল্প সেতু নির্মানের আশ্বাস দেয়। এর প্রেক্ষিতে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ সাগরদী খালের জমি অবৈধভাবে দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেন।
সিটি করপোরেশনের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সোমবার দুপুরে সাগরদী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ব্রীজের পাশে সরকারী খাল দখল করে নির্মিত ৩টি স্টল গুড়িয়ে দেয়া হয়। এ সময় অদূরে প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান ফটকের অব্যহৃত দেয়ালও অপসারন করে তারা।
জনগনের বাঁধাহীন চলাচলের জন্য উচ্ছেদ করা জমিতে সড়ক ও জনপথ বিভাগ শিঘ্রই ১৬ ফুট প্রশস্ত একটি বেইলী ব্রিজ নির্মান করবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।