বিতর্ক মানুষ হয়ে ওঠার কারখানা

বিতর্ক মানুষ হয়ে ওঠার কারখানা। শিক্ষার সঙ্গে সহশিক্ষা কার্যক্রম থাকতে হবে। সেই সহশিক্ষার মাধ্যম যদি হয় সংস্কৃতি, আবৃত্তি এবং বিশেষ করে বিতর্ক। তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা নিজেও সমৃদ্ধ হবে।
বরিশাল ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত অস্টম বিডিএস বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরীরর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত দুইদিনের ওই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজশীল কাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মূল্যবোধ এবং দক্ষতা অর্জনে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বরিশাল ডিবেটিং সোসাইটির মতো যারা বিতর্ক এবং সংস্কৃতি চর্চায় কাজ করছে তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। নতুন প্রজন্ম মানুষের মতো মানুষ হলে সত্যিকার সোনার বাংলা হবে আমাদের দেশ। এজন্য কেবল প্রতিষ্ঠানিক শিক্ষা নয়, এর পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে হবে। সহশিক্ষা কার্যক্রম বিতর্ক, আবৃত্তি, সংগীত, নৃত্য, নাটক, খেলাধূলাসহ সকল সৃজনশীল কাজে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করতে হবে। এজন্য শুক্রবার স্কুল-কলেজ পর্যায়ের কোচিং বন্ধ রেখে ছেলে-মেয়েদের এই চর্চায় আনতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, শিক্ষার সঙ্গে সহশিক্ষার সংযোগ থাকতে হবে। আমাদের চিন্তা করতে হবে গোটা বিশ^ নিয়ে। আর সেই চিন্তা কাজে লাগাতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমাদের শিক্ষার্থীরা যাতে পরমত সহিষ্ণ হয়ে বেড়ে উঠতে পারে সেই পথ করে দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে যুক্তিবাদী হয়ে নিজেকে উপস্থাপন করতে হবে। সেইজন্য শিক্ষার্থীদের ‘এগ্রি টু ডিজএগ্রি’ এই দর্শন মেনে সামনে এগোতে হবে। এখানে নিজের মত প্রকাশের যেমন স্বাধীনতা আছে, তেমনি অন্যের মতকেও সম্মান জানাতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশটা সুন্দর বাংলাদেশে রূপ নেবে। বিতর্ক, আবৃত্তি, সংগীত, নাটকসহ সংস্কৃতির সকল পথ সুগম হবে।
উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যার বরিশাল ডিবেটিং সোসাইটির উপদেষ্টা আক্তারুজ্জামান খান, বরিশাল বিশ^বিদ্যালয়ের সহকাররি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, কাশিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মামুন-অর-রশীদ, বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক জেসমিন নাহার, দুইদিনের বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ক মো. আবু জাফর, উপদেষ্টা ফিরোজ মোস্তফা, বরিশাল ডিবেটিং সোসাইটির সভাপতি শামীম মাহমুদ।