মেয়র পদে ১০জনসহ মোট ১৯৪ জনে মনোনয়নপত্র দাখিল

মেয়র পদে ১০জনসহ মোট ১৯৪ জনে মনোনয়নপত্র দাখিল

 

আসন্ন বরিশাল বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১০ জন মেয়রপ্রার্থীসহ সংরক্ষিত আসন ও কাউন্সিলর সাধারণ পদে ১৯৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (১৬ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোট ১০ জন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে আওয়ামী লীগের মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম, জাকের পার্টির  মিজানুর রহমান হাওলাদার। এছাড়ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র দাখিল করেছেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মো. ফয়জুল করিমের ভাই সৈয়দ এছহাক মো. আবুল খায়ের, সাংবাদিক মো. আসাদুজ্জামান, মো. আলী হোসেন হাওলাদার, মো. লুৎফুল কবির ও মো. নেছার উদ্দীনসহ মোট ৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

অপরদিকে কাউন্সিলর সাধারণ পদে নগরীরর ৩০ টি ওয়ার্ডে ১৪৬ জন এবং সংরক্ষিত আসনে ৪২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। 

অন্যদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরিশালে ৬ কাউন্সিলর প্রার্থীকে ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।  মঙ্গলবার সকাল থেকে কয়েক দফায় এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রকিবুল হাসান, আবি আব্দুল্লাহ ও মঈন উদ্দিন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইন উদ্দিন আহমেদ জানান, আগে থেকেই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয়েছে। তারপরও যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের জরিমানা করা হয়েছে। তবে অভিযানে জরিমানাপ্রাপ্ত কাউন্সিলরদের নাম প্রকাশ করেননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ভুলুকে ৫ হাজার, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা, ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহিদ খান আজাদকে ২০ হাজার, এছাড়া আরও ৩ প্রার্থীকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে। আর ভোট গ্রহণ করা হবে আগামী ১২ জুন।