রবীন্দ্র সঙ্গীতের প্রশিক্ষণ

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সপ্তদশ দ্বি-বার্ষিক সম্মেলন ও গুণিজন সম্মাননা উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরের ফকিরবাড়ী সড়কের শিক্ষক ভবনের ব্যাংকার্স ক্লাব মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার সকাল সাড়ে নয়টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী ও গবেষক ড. কাজী মোজাম্মেল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদ, বরিশাল কমিটির সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়াল।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও গবেষক ড. অসীম কুমার দত্ত।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রবীন্দ্র সঙ্গীতের গায়কী, সুর, লয় সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ দেন অসীম কুমার দত্ত। কর্মশালায় বরিশালে রবীন্দ্রসঙ্গীত চর্চা করে এমন শতাধিক শিল্পীকর্মী প্রশিক্ষণ গ্রহণ করে।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সপ্তদশ দ্বি-বার্ষিক সম্মেলন ও গুণিজন সম্মাননা। নগরের সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করবেন সাংবাদিক ও সংস্কৃতিজন অ্যাড. মানবেন্দ্র বটব্যাল। এরপর অনুষ্ঠিত হবে শোভাযাত্রা। সকাল সাড়ে ১০টায় সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে দ্বি-বার্ষিক সম্মেলন।
সন্ধ্যা সাতটায় একই স্থানে অনুষ্ঠিত হবে গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিশেষ অতিথি থাকবেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সাংবাদিক ও সংস্কৃতিজন এসএম ইকবাল। সম্মাননা জানানো হবে বরেণ্য চিত্রশিল্পী ও গবেষক ড. কাজী মোজাম্মেলন হোসেনকে।
গুণিজন সম্মাননা অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে। এরপর শিল্পীরা পরিবেশন করবেন রবীন্দ্রসঙ্গীত।