৭ দিনের লকডাউনে নোয়াখালী

৭ দিনের লকডাউনে নোয়াখালী

নোয়াখালীতে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার ৬টি ইউনিয়নে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এক সপ্তাহের চলমান লকডাউন বাড়িয়ে তা ১৮ জুন রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বর্ধিত লকডাউন বাস্তবায়নে শহরের বিভিন্ন স্থানে প্রশাসনের তৎপরতা দেখা গেছে।

জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকালে জেলা শহর মাইজদী থেকে দূরপাল্লার কোনও যানবাহন না ছাড়লেও অভ্যন্তরীণ সড়কে সিএনজি, অটোরিকশা, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা গেছে। তবে বিভিন্ন স্থানে মানুষের ভিড় ছিল লক্ষণীয়।

লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। বিভিন্ন চেক পোস্টে আইন অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি সিএনজি অটোরিকশা ও যাত্রীকে জরিমানা করেতেও দেখা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় করোনা সংক্রমণ আগের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় ১৮ জুন রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। লকডাউন কার্যকর করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি।