আগামীকাল বুদ্ধিজীবী কবরস্থানে আলাউদ্দিন আলীর দাফন

আগামীকাল বুদ্ধিজীবী কবরস্থানে আলাউদ্দিন আলীর দাফন

 প্রখ্যাত সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আলাউদ্দিন আলীর জামাতা কাজী ফায়সাল আহমেদ।

তিনি জানান, সোমবার বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আলাউদ্দিন আলীর আবাসস্থল খিলগাঁওয়ের নূর-ই-বাগ মসজিদে। সেখান থেকে মিডিয়ার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা আড়াইটার দিকে নিয়ে যাওয়া হবে বিএফডিসিতে। সেখানে শ্রদ্ধা নিবেদন ও দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তাকে সমাহিত করা হবে সেখানেই।

কাজী ফায়সাল আহমেদ জানান, কাল জোহর নামাজ পর্যন্ত মরদেহ রাখা হবে শাহবাগে বারডেম হাসপাতালের হিমঘরে।

রোববার বিকাল ৫টা ৫০ মিনিট নাগাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে কিংবদন্তি সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। তার মৃত্যুর খবরে শোক নেমে আসে দেশের সংগীতাঙ্গনে।