আত্মবিশ্বাস এবং আত্মরক্ষার জন্যই মার্শাল আর্ট : বরিশালে চিত্র নায়ক রুবেল

আত্মবিশ্বাস এবং আত্মরক্ষার জন্যই মার্শাল আর্ট : বরিশালে চিত্র নায়ক রুবেল

 

চলচ্চিত্র অভিনেতা ও মার্শাল আর্টের কিংবদন্তি মাসুদ পারভেজ রুবেল বলেছেন মার্শাল আর্ট মানুষের আত্মবিশ^াস বাড়িয়ে দেয়। আত্মরক্ষার অন্যতম কৌশল হচ্ছে মার্শাল আর্ট বা ক্যারাতে। আত্মবিশ^াস এবং আত্মরক্ষার জন্য আমদের সবার উচিত মার্শাল আর্ট শেখা।

সোমবার ৩১ অক্টোবর ডিডাব্লিউএফ এবং রাজধানী নার্সিং কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে এমস কথা বলেন মাসুদ পারভেজ রুবেল।

বরিশালের কৃতি সন্তান চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ রুবেল জহির-মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান এবং ডিডাব্লিউএফ গ্রুপের পরিচালক মেহেরুন্নেছা সুমির আমন্ত্রণে বরিশালে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে অনেকটা সময় কাটান।

মাসদ পারভেজ রুবেলকে ডিডাব্লিউএফ নাসির্ং কলেজ এবং রাজধানী নার্সিং কলেজের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে তাকে ক্রেস্ট দিয়ে অভিনন্দিত করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিডব্লিউএফ গ্রুপের অ্যাডভাইজার ও ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণ, ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও রাজধানী নার্সিং কলেজের অধ্যক্ষ ও শিক্ষকম-লী।

সমাবেশে মাসুদ পারভেজ বলেন, আমাদের দেশের অনেক মেয়েকে রাস্তাঘাটে ইভটিজিংসহ নানা হয়রানীর শিকার হতে হয়। অনেক সময় বখাটেদের হাত থেকে রক্ষা করতে না পেরে প্রাণ দিতেও হচ্ছে অনেককে। অথচ একটু আত্মবিশ^াস এবং আত্মরক্ষার কৌশল জান থাকলে এসব বখাটেদের নিবৃত্ত করা সম্ভব। একই সঙ্গে সমাজের আগাছা উপরে ফেলাও সম্ভব। তাই প্রতিটি ঘরে ঘরে একজন করে হলেও মার্শাল আর্ট শেখা নারী-পুরুষ থাকা দরকার। সেই লক্ষ্যেই বরিশালসহ সারা দেশে স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে উদ্যোগ নিচ্ছেন তিনি।

মাসুদ পারভেজ রুবেলের এই উদ্যোগে সাড়া দিয়েছে ডিডাব্লিউএফ নার্সিং কলেজ এবং রাজধানী নার্সিং কলেজ। এর অংশ হিসেবে দুই প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় অরিয়েন্টেশন। সেখানে রুবেল মার্শাল আর্টের ক্রীড়াকৌশল শেখান শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা মাসুদ পারভেজ রুবেলকে পেয়ে স্বানন্দে মার্শাল আর্ট শেখার ইচ্ছা পোষণ করেন।