আফগানদের বিপক্ষে ধীরে আগাতে চান তামিম

দুই ম্যাচে জয় পেলেই ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে সবার ওপরে উঠবে টিম টাইগার্স। হোয়াইটওয়াশ করলে আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান হবে ছয়।
সেই সমীকরণ নিয়েই আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তবে সমীকরণে না গিয়ে তামিম ইকবাল ম্যাচের আগের দিন জানালেন, তিনি প্রত্যেক ম্যাচ ধরে ধরেই আগাতে চান।
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘৩-০তে জেতার বিষয়ে বলবো, আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা আগামীকাল শুরুটা কেমন করি। ৩-০ অনেক দূরের ব্যাপার। আমরা কালকের ম্যাচটা কেমন শুরু করি, কেমন ফিনিশ করি সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’
দুই ম্যাচ জেতার পর থেকেই হোয়াইটওয়াশে চোখ দিতে চান তামিম। তার আগে কেবল তার ভাবনা দিনের কাজটা দিনে করাতে।
সবশেষ গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। সেই হিসাবে প্রায় সাত মাস পর নিজেদের শক্তির জায়গা ওয়ানডেতে মাঠে নামার আগে তামিম খানিকটা সাবধানী। কারণ আফগানদের ছোটো করে দেখার কোনো উপায় থাকছে না। রাশিদ-নবীদের দল ওডিআইতে যে কাউকে চমকে দেখার ক্ষমতা রাখে এখন।
পিআর/বিপি