আমাজন রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন

আমাজন রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের  মানববন্ধন

"ইয়ুথ প্লান ফর সোসাইটি,স্ট্যান্ড ফর এনিমালস, লাল-সবুজ সোসাইটি, ইয়ূথ এ্যান্ডিং হাঙ্গার,উচ্ছাস ' আমাজন রক্ষায় বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠনের মানব বন্ধন।

"বাঁচাও আমাজন, বাঁচাও পৃথিবী " এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০.৩০ সময়  বরিশালের একরাশ তরুন সেচ্ছাসেবী সংগঠনের সম্মলিত উদ্যোগে বরিশাল সার্কিট হাউজ এর সম্মুখে মানব বন্ধন করে।

তরুন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো তাদের  নিজেদের তৈরি প্লাকটে আমাজন রক্ষায় বিভিন্ন স্লোগান এবং ছবি তুলে ধরে। পাশাপাশি  তরুন- তরুনীরা মুখে কাপড় বেঁধে বন ধ্বংশের বিরুদ্ধে মৌন প্রতিবাদ করে এবং আমাজন রক্ষায় বিশ্বের সকল দেশকে একযোগে কাজ করার আহ্বান জানায়।তরুনেরা মনে করে "আমাজন কে পৃথিবীর ফুসফুস বলা হয়,যে জঙ্গল পৃথিবীর ২০% অক্সিজেন প্রদান করে, যার কারনে পৃথিবীর ১০% Bio Diversity সম্পন্ন হয়, যার উপরেই পৃথিবীর জলবায়ু অনেকাংশে নির্ভর করে, সেই জঙ্গল আজ জ্বলছে।

পুড়ে কয়লা হচ্ছে গাছপালা, জীব-জন্তু। অথচ সেখানে তেমন কোন বড় পদক্ষেপ  নেওয়া হচ্ছে না এবং আগুন নেভাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না ব্রাজিল সরকারের সহ বিভিন্ন প্রতিবেশি দেশ গুলোর  পক্ষ থেকে।

এই দাবানল এতই বীভৎস যে সুদূর দেশ থেকেও ধোঁয়া দেখা যাচ্ছে।

১৭০০ কিমি দূরে পর্যন্ত ছাই উড়ে যাচ্ছে। আমাদের সকল দেশকে এই ব্যাপারে এগিয়ে এসে  একই সাথে  Buzz তৈরি করা উচিত যাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়  দাবানল নিভানোর জন্যে।কারন  আমাজন বাঁচলে পৃথিবী বাঁচবে। 

মানব বন্ধনে অংশ গ্রহন করে, ইয়ুথ প্লান ফর সসোসাইটি,স্ট্যান্ড ফর এনিমলস,লাল-সবুজ সোসাইটি, ইয়ূথ এ্যান্ডিং হাঙ্গার,উচ্ছাস' বরিশালের বিভিন্ন  স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্য সহ স্কুল,কলেজের ছাত্র -ছাত্রী বৃন্দ।

ছবি ঘর-