ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না পোল্যান্ড

পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা মঙ্গলবার বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না পোল্যান্ড। রাশিয়া-ইউক্রেন সংঘাতে পোল্যান্ড নিজেকে জড়াবে না। আন্দ্রেজ দুদা আরও বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেন থেকে সৈন্য সরিয়ে নেওয়া এবং সমস্যার কূটনৈতিক সমাধান করা।
দুদা বলেন, ‘আমরা ইউক্রেনে কোনো যুদ্ধবিমান পাঠাচ্ছি না। এতে ইউক্রেনে চলমান সংঘাতে সামরিক হস্তক্ষেপ করা হবে। আমরা সংঘাতে যোগ দিচ্ছি না।’
পোল্যান্ডের লাস্ক বিমানঘাঁটিতে মঙ্গলবার প্রেস কনফারেন্সে অংশ নেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ ও দুদা। সেখানে তিনি আরও বলেন, ‘আমরা মানবিক সহায়তার মাধ্যমে ইউক্রেনীয়দের সমর্থন দিচ্ছি। ইউক্রেনের আকাশসীমায় কোনো যুদ্ধবিমান আমরা পাঠাতে যাচ্ছি না। ন্যাটো ও পোল্যান্ডে ইউক্রেনের পাশে থাকবে। ন্যাটো প্রতিরক্ষা জোট। আমরা রাশিয়ার সাথে সংঘাত চাই না। রাশিয়ার এই যুদ্ধ বন্ধ করা উচিত।’