উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও গুণীজন সম্মাননা

বরিশালের উজিরপুরের হস্তিশুন্ডে রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (৬ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় হস্তিশুন্ড এইচ. এম. ইনষ্টিটিউশন মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আবু বকর আকনের সভাপতিত্বে এ শিক্ষাবৃত্তি ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এসময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন, দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন, যার প্রমান স্বপ্নের পদ্মা সেতু। এমপি আরো বলেন, আমরা দীর্ঘ ২১ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। এখন সময় এসেছে মাটি ও দেশের জন্য কাজ করতে হবে। প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সমাজকে মাদকমুক্ত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস। পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক, বরিশাল র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক, সহকারী পুলিশ সুপার মোল্লা মোঃ আবু জাফর, উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস.এম জামাল হোসেন, সাবেক অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী, সহযোগী অধ্যাপক আঃ রহমান সরদার, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু। উপস্থিত ছিলেন রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মালিহা ইসলাম মৌ, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান গৌরাঙ্গ লাল কর্মকার, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সমাজ সেবক আঃ হাকিম মোল্লা, সামসুল হক মোল্লা, বাবুল হোসেন বেপারী, ইউপি সদস্য মোঃ জাকারিয়া প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মাইনুল ইসলাম তালুকদার, সাদিয়া তাসনিম ও এ.বি.এম আনাস। এ সময় বিদ্যালয়ের ১৫ জন কৃতী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ, ২০ জনকে আজীবন সম্মাননা ক্রেষ্ট প্রদান, ১১ জনকে মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।