উদীচী বরিশালের সভাপতি মিরণ, সম্পাদক স্নেহাংশু

উদীচী বরিশালের সভাপতি মিরণ, সম্পাদক স্নেহাংশু

‘‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে” স্লোগান নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের বিংশতিতম জেলা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিষয় নির্বাচনী কমিটির মাধ্যমে সাইফুর রহমান মিরণকে সভাপতি এবং স্নেহাংশু কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (১৮ ফেব্রয়ারি) বেলা ১১টায় নগরীর জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের পর সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতজন অ্যাড. মানবেন্দ্র বটব্যাল। পরে সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষনা করা হয়েছে।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার ও সম্পাদকম-লীর সদস্য আরিফ নূর।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংগঠনিক অধিবেশনে জেলা কমিটির সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মানবেন্দ্র বটব্যাল, বিশ্বনাথ দাস মুন্সী, কাজল ঘোষ, আজমল হোসেন লাবু, মুরাদ আহমেদ, উদীচী বাকেরগঞ্জ শাখার সভাপতি নারায়ণ চন্দ্র দাস, পুস্প চক্রবর্তী, সুজয় সেনগুপ্ত, সুকান্ত হাওলাদার অপি প্রমুখ।

এদিকে সম্মেলনে মুক্তির ব্রত নিয়ে সাম্যবাদী সমাজ বিনির্মাণের অঙ্গিকারে ঊনসত্তরের গণআন্দোলনের প্রাক-পর্বে প্রতিষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থান এবং সাম্রাজ্যবাদের অর্থানুকুল্যে তার পরিপুষ্টি ও সমাজের সর্বস্তরে ব্যপক বিস্তার সমগ্র সমাজকে সাম্প্রদায়িকতার বিষে আচ্ছন্ন করে ফেলেছে, যেখান থেকে জাতিকে অন্তত মুক্তিযুদ্ধকালীন মানসিকতায় ফিরিয়ে নিয়ে যাওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে সহ বিংশতিতম দ্বি-বার্ষিক বরিশাল জেলা সম্মেলন সাংগঠনিক ৮টি ঘোষণা রাখছে। 

অন্য ঘোষণা গুলো হলো- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ এই সাম্প্রদায়িক মানসিকতার ফলে সংঘটিত সহিংসতা, নির্যাতন, লুঠতরাজ, হামলা, ধর্ষণের ঘটনা এবং তার প্রতিরোধ রাষ্ট্রযন্ত্রের অসামর্থ্য ও নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তার প্রতিবাদ অব্যাহত রাখবে, এ বিষবাস্পকে সমাজদেহ থেকে আপসারণের পন্থা উদ্ভাবনে সচেষ্ট থাকবে এবং জনগণকে সচেতন ও সংগঠিত করার জন্য তার সাংস্কৃতিক কর্মকা- অব্যাহত রাখবে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ এই সাম্প্রদায়িক মানসিকতার ফলে সংঘটিত সহিংসতা, নির্যাতন, লুঠতরাজ, হামলা, ধর্ষণের ঘটনা এবং তার প্রতিরোধ রাষ্ট্রযন্ত্রের অসামর্থ্য ও নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তার প্রতিবাদ অব্যাহত রাখবে, এ বিষবাস্পকে সমাজদেহ থেকে আপসারণের পন্থা উদ্ভাবনে সচেষ্ট থাকবে এবং জনগণকে সচেতন ও সংগঠিত করার জন্য তার সাংস্কৃতিক কর্মকা- অব্যাহত রাখবে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ দেশের সকল জাতিসত্ত্বার মর্যাদাপূর্ণ ও সমান বিকাশের পরিবেশ রচনার জন্য সংগ্রাম অব্যাহত রাখবে এবং ক্ষুদ্র জাতিসত্ত্বার মানুষদের বিরুদ্ধে যেকোন নিপীড়ন ও নিবর্তনমূলক তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ধর্মীয় প্রচারণায় নারী, শিশু ও অন্য ধর্মের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ ছড়াানোর বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলবে।

মুষ্টিমেয় মানুষের ভাগ্যের পরিবর্তন হলেও ধনী দরিদ্রের বৈষম্য বেড়েই চলেছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ এই ক্রমবর্ধমান বৈষম্যের চিত্রকে জনগণের সামনে তুলে ধরা এবং তা থেকে মুক্তির লক্ষ্যে তার সংস্কৃতিক কর্মকা- অব্যাহত রাখবে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ ও সাম্প্রদায়িক শক্তির প্রতি সরকারের নতজানু নীতির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সংগ্রাম অব্যাহত রাখবে এবং মাদকাসক্তির বিস্তারের বিরুদ্ধে সাংস্কৃতিক পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ বাংলাদেশকে এবং উপমহাদেশকে ঘিরে সাম্রাজ্যবাদী অপতৎপরতার মুখোশ উন্মোচন করবে এবং জনগণকে সচেতন করে তুলবে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ লোকজ সংস্কৃতির উপাদানগুলোকে ধারণ করে সকল ধরণের ধর্মান্ধতা, গোঁড়ামি ও শোষণ-বৈষম্যের বিরুদ্ধে জনগণকে সচেতন করবে এবং তার সংস্কৃতিক কার্যক্রম গ্রামেগঞ্জে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পদক্ষেপ নেবে।