এবার চরিত্র বদল দীপিকা্র

তিন কিস্তির তুমুল সাফল্যের পর এবার আসতে চলেছে ‘ধুম’ ফ্রাঞ্চাইজ়ির চতুর্থ কিস্তি। আর প্রতি কিস্তিতেই খল চরিত্রে চমক দেখিয়েছেন ছবিটির নির্মাতা। এবারও তার ব্যতিক্রম নয়। জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পরে এ বার ‘ধুম ফোর’-এ নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে।
‘ধুম ফোর’-এ ভিলেন হিসেবে মহিলা চরিত্রের কথাই ভেবেছে যশরাজ ফিল্মস। প্রস্তাব গিয়েছে দীপিকার কাছে। প্রথম বার নেতিবাচক চরিত্রে অভিনয় করার জন্য দীপিকাও খুব উৎসাহী। কিন্তু তার হাতে রয়েছে ‘পাঠান’ ও শকুন বত্রার ছবি কাজ। তাই তিনি কবে সময় দিতে পারবেন, তার উপরে নির্ভর করছে সবটাই।
সম্প্রতি রাজস্থানে বর্ষবরণ উদ্যাপন করে ফিরেছেন অভিনেত্রী। ইনস্টা-অ্যাকাউন্টে বেড়ানোর কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। সেখানে কমেন্ট সেকশনে লিখেছেন, ‘মাঝেমাঝেই আমার কাছের মানুষরা বলেন যে, আমি পেশাগত জীবনে যা-ই হই না কেন, ব্যক্তি জীবনে বদলাইনি। এর পিছনে তাদের কত বড় ভূমিকা রয়েছে, আমি জানি। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো জরুরি। তা হলেই নিজের শিকড় ধরে রাখা যায়।’
কিন্তু মিনিট দশেকের মধ্যেই কমেন্ট-সহ সব ছবি ডিলিট করে দেন দীপিকা। আবার কিছুক্ষণ পরে সে-সব পোস্ট করেন। বারেবারে দীপিকার পোস্ট ডিলিটের পিছনে আসল খল কে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
ভোরের আলো/ভিঅ/০৪/০১/২০২১