করোনায় মৃত্যু ২৩, শনাক্ত ৮৬০

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৬০ জন। গত মার্চের পর এই প্রথম রোগী শানাক্তের হার ৪ শতাংশের নিচে নামলো।
এর আগে ৪ মার্চ শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৭ শতাংশ শতাংশ।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ২৬ হাজার নমুনা পরীক্ষা করে ৮৬০ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ।
দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জনে।
আজকের মৃত ২৩ জনকে নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ২৭ হাজার ৫১০ জন।
আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৮ জন নতুন রোগী শনাক্ত এবং ১৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল।
গত এক দিনে দেশে সুস্থ হয়েছেন ৯৭৯ জন। এ পর্যন্ত মোট ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন সুস্থ হয়েছেন।