বিএনপির নেতৃত্বাধীন জোট ছাড়ার ঘোষণা দেবে খেলাফত মজলিস

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নিয়ে দলীয় জোট ছাড়ার ঘোষণা নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে ডেকেছে জোটের অন্যতম শরিক খেলাফত মজলিস।
এদিন বিকাল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে দলটির শীর্ষ নেতারা এ সংবাদ সম্মেলন করবেন। সেখানে জোট ছাড়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে দলটির একটি সূত্র।
বৃহস্পতিবার বিকেলে খেলাফত মজলিসের অফিস ও প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, ‘পুরানা পল্টনের কালভার্ট রোডস্থ সিগাল রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হবে।’
দলটির একটি সূত্র জানায়, সংবাদ সম্মেলনের আগে দুপুর ২টায় দলের কেন্দ্রীয় শুরার অধিবেশন ডাকা হয়েছে। এ অধিবেশনেই জোট ত্যাগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হতে পারে।
১৯৯৯ সালের ৬ জানুয়ারি জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটকে সঙ্গে নিয়ে চারদলীয় জোট গঠন করেছিল বিএনপি।
পরে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বেরিয়ে গেলে যুক্ত হয় নাজিউর রহমান মঞ্জুর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
পরবর্তীতে ২০১২ সালের ১৮ এপ্রিল নতুন ১২টি দলের সংযুক্তির মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা চারদলীয় জোট কলেবরে বেড়ে দাঁড়ায় ১৮ দলীয় জোটে। এরপর জোটের পরিধি দাঁড়ায় ২০ দলে।
ইতিমধ্যে ২০ দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোট, এনপিপি, ন্যাপ ও এনডিপি বেরিয়ে গেলেও একই নামে এসব দলের একাংশকে জোটে রেখে দেয় বিএনপি। জোট ছেড়ে যায় আন্দালিভ রহমান পার্থের বিজেপিও।
সর্বশেষ, গত ১৮ জুলাই জমিয়ত বেরিয়ে গেলেও একই নামে আরেকটি অংশ রয়েছে জোটে।