খালেদার জিয়ার মুক্তির দাবিতে জাসাসের বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
মিছিল শেষে রিজভী বলেন, মানুষের জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে বর্তমান অবৈধ সরকার। বিপুল জনপ্রিয়তা এবং দেশের জনগণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার ভালোবাসার কারণেই তিনি কারাগারে। তিনি প্রতিহিংসার শিকার। আর এজন্যই মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারারুদ্ধ করার মাধ্যমে বেগম জিয়াকে তিলে তিলে নিঃশেষ করে দিতে চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রিজভী অভিযোগ করেন, জামিনে বাধা প্রদানসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসাটুকুও দেয়া হচ্ছে না। রাতের ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনদাবির প্রতি তোয়াক্কা না করে বেগম জিয়ার ওপর নিষ্ঠুর আচরণ অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, কিন্তু জনগণ কারাগারের লৌহ কপাট ভেঙে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
মিছিলে জাসাস সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, সিনিয়র সহ-সভাপতি নাট্যাভিনেতা বাবুল আহমেদ, সহ-সভাপতি বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনির, কণ্ঠশিল্পী হাসান চৌধুরী, আহসান উল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর আলম রিপন, রফিকুল ইসলাম রফিক, লিয়াকত আলী, জাহেদুল আলম হিটো, মীর সানাউল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাজহার আলী শিবা সানুসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।