খোলাবাজারে প্রতি ডলার এখন ১১৯ টাকা

খোলাবাজারে প্রতি ডলার এখন ১১৯ টাকা

ডলারের বাজারে অস্থিরতা থামানো যাচ্ছে না। বুধবার (১০ আগস্ট) ডলারের দাম দেশের ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আজকে ১১৮ থেকে ১১৯ টাকায় ডলারের দাম উঠানামা করছে।

গত সোমবারও (০৮ আগস্ট) মানি এক্সচেঞ্জগুলোতে ১১৫ টাকায় ডলার কেনা-বেচা হয়েছে।

ডলার ব্যবসার সঙ্গে যুক্ত একজন জানান, চাহিদার বিপরীতে বাজারে ডলারের সংকট রয়েছে। যার জন্য এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

খোলাবাজার ব্যবসায়ীরা বলছেন, তীব্র সংকট রয়েছে ডলারের। প্রবাসীদের দেশে আসা কমেছে, বিদেশি পর্যটকরাও কম আসছেন। এ কারণে ডলারের সরবরাহ কম।

ডলারের এই সংকট শুধু খোলা বাজারে নয়, বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লো‌তেও ১০৮ থে‌কে ১১০ টাকার ওপরে নগদে ডলার বি‌ক্রি হচ্ছে।

জানা গেছে, বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই এখন নগদ ডলারের সংকট। মানুষ বিক্রির চেয়ে কিনছেন বেশি। এদিকে এতদিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে তারাও সরাসরি কেনাবেচা করছেন না।

চলমান করোনা মহামারির মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি ব্যয় বৃদ্ধি এবং রেমিট্যান্স কমে যাওয়ায় গত কয়েক মাস থেকেই দেশে ডলারের সংকট চলছে। বাংলাদেশ ব্যাংক এখন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৯৫ টাকা দরে ডলার বিক্রি করছে। গত বছরের জুলাইয়ে প্রতি ডলারের বিপরীতে বিনিময় হার ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ এক বছরে টাকার মূল্য ১২ শতাংশের বেশি কমেছে।