গৌরনদীতে কচুরীপানার মধ্য থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশালের গৌরনদীতে এক অটোরিক্সা চালককে হত্যা করে হাত-পা বেঁধে খালে কচুরিপানার মধ্যে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। ওই অটো চালক অটোসহ নিখোঁজের ৮দিন পর বুধবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী হাইস্কুলের সামনের খালে কচুরিপানার মধ্য থেকে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। দুপুর ২টার দিকে মামুন রাড়ির লাশ সনাক্ত করে তার স্বজনরা।
এর আগে গত ১৯ আগস্ট অটোরিক্সাসহ নিখোঁজ হয় পাশ্ববর্তী উজিরপুর উপজেলার বাসিন্দা মো. মামুন। মামুনকে হত্যা করে হাত-পা বেঁধে লাশ খালে ফেলে দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ইজিবাইক ছিনতাই করেছে বলে সন্দেহ পুলিশের।
গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৯টার দিকে বাটাজোর থেকে ইজি বাইকে যাত্রী নিয়ে ভূরঘাটার দিকে যায় মামুন। এর পর থেকে সে নিখোঁজ ছিল। সে উজিরপুরের বাসিন্দা। এ ঘটনায় উজিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করে তার পরিবার।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার।