গৌরনদীতে ১০ বান্ডিল চোরাই ক্যাবলসহ আটক

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকা থেকে চোরাই ১০ বান্ডিল এ্যালুমুনিয়াম ক্যাবলসহ মেহেদী হাসান (২৯) ও ফয়জুল্লাহ (৪৫) নামে ২জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটক ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে গৌরনদী থানায়।
গত মঙ্গলবার রাতে গৌরনদী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, পিরোজপুরের নেছারাবাদ থেকে বিপুল পরিমাণ চোরাই এ্যালুমুনিয়াম ক্যাবল মাহিলাড়া এলাকায় এনে মজুদ করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ১০ বান্ডিল চোরাই এ্যালুমুনিয়াম ক্যাবলসহ মেহেদী হাসান ও ফয়জুল্লাহকে আটক করে তারা। বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয় ওই ক্যাবল। যার বর্তমান বাজার মূল্য ১৭ লাখ ১১ হাজার টাকা।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। গতকাল বুধবার ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হযেছে বলে জানিয়েছেন ওসি মো. আফজাল হোসেন।