গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ
বার বার গ্যাসের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি এবং গণসংহতি আন্দোলন। গতকাল মঙ্গলবার পৃথক পৃথকভাবে ওই কর্মসূচি পালিত হয়। গতকাল সকাল ১০ টায় নগরের সদররোডস্থ জেলা ও মাহনগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপির বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা শাখা। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপিত সাবেক সাংসদ মজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান প্রমুখ। এদিকে গণসংহতি আন্দোলন বরিশাল শাখা বেলা ১১টায় নগরীর অশি^নী কুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। দুই কর্মসূচিতে বক্তারা বলেন, জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয় না, তাদের জনগণের কথা চিন্তা করে কি লাভ। আর জনগণের কথা চিন্তা করে না বলেই আজ দেশে বার বার গ্যাসের দামসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। জনগণের ভোগান্তি লাঘবে অবিলম্বে গ্যাসের দাম কমানোর আহবান জানান বক্তারা।