পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নুসরাত জাহান স্বর্ণা (১৭) নামে এক কলেজ ছাত্রীকে ধারালো ব্লেড দিয়ে আহতের ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাতে ওই ছাত্রীর নানা মুক্তিযোদ্ধা আ. লতীফ হাওলাদার বাদী হয়ে বখাটে শহিদুল ইসলাম দুলাল (২৮) ও তার সহযোগীসহ দুই জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। এদিকে আহত ওই ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত শহিদুল ইসলাম দুলাল উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সামসুল হকের ছেলে।
মামলা ও থানা সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম দুলাল দীর্ঘদিন ধরে শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিল। এঘটনায় ওই ছাত্রীর নানা গত বছর ২ মে ২০১৮ তারিখ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
ঘটনার দিন সোমবার বিকেলে ওই কলেজ ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বখাটে শহিদুল পুনরায় প্রেমের প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী প্রত্যাখ্যান করায় সে ধারালো ব্লেড দিয়ে তার বাম হাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে আহত ওই ছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল-হক তার কলেজের ছাত্রীর ওপর এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী বখাটেকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, কলেজ ছাত্রীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল তাৎক্ষণিকভাবে পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।