চট্টগ্রামে দশ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের সাতকারিয়া থেকে দুই কেজি আইস ও ক্রিস্টাল মেথসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় দশ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতে তোলা হবে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান শুক্রবার রাত আটটার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে সাতকানিয়ার কেওচিয়ার তেমুহনী এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে একটি মিনিট্রাক থেকে মাদকগুলো উদ্ধার করে পুলিশ। এ মাদকের দাম প্রায় ১০ কোটি টাকা। এ ঘটনায় মিনিট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গুরা মিয়ার ছেলে ফয়সাল আহমদ (২৯) ও উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আনজর হোসেনের ছেলে জাহেদ আলম (২০)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান বলেন, আইসসহ আটকের পর দুজনের নামে মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ট্রাকচালক ফয়সাল আহমদ মাদক পাচারচক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও তিনটি মামলা আছে। গ্রেপ্তার দুজনকে আজ আদালতে তোলা হবে।