চট্টগ্রামের আর্টিলারি মার্কেটে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের আর্টিলারি মার্কেটে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার আর্টিলারি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক ।

তিনি বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আগ্রাবাদ স্টেশনের ৬টি ও বন্দর স্টেশনের ২টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।